হোম > সারা দেশ > যশোর

রাস্তার ওপর মঞ্চ, নৌকা ও ঈগলের দুই এজেন্টকে জরিমানা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোরের মনিরামপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার বেলা ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার খেদাপাড়া বাজার, হেলাঞ্চি মোড় ও কোমলাপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান অভিযান চালিয়ে চারজনকে জরিমানা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, হেলাঞ্চি গ্রামের সিদ্দিকুর রহমান, মোহনপুর গ্রামের ফাহিম হোসেন ও দুর্গাপুর গ্রামের রুবায়েত হোসেন রকি। তাঁরা চারজন নৌকা ও ঈগল প্রতীকের সমর্থক। 

সহকারী কমিশনার আলী হাসান বলেন, রোববার বিকেলে খেদাপাড়া বাজারে রাস্তার ওপরে নৌকা প্রতীকের সভামঞ্চ তৈরি করায় মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা, হেলাঞ্চি মোড়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালের সঙ্গে নৌকার পোস্টার ঝোলানোর অভিযোগে সিদ্দিকুর রহমানকে দুই হাজার টাকা, খেদাপাড়া বাজারে বিদ্যালয়ের ফটকে ঈগল প্রতীকের প্রার্থী এস এম ইয়াকুব আলীর ব্যানার ঝোলানোর অপরাধে ফাহিম হোসেনকে পাঁচ হাজার টাকা ও কোমলাপুর বাজারে  ঈগলের প্রচারমঞ্চ তৈরি করায় রুবায়েত হোসেন রকিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া শনিবার বিকেলে ঢাকুরিয়া এলাকায় ঈগলের পক্ষে মোটরসাইকেলে শোডাউন করায় সজিব হোসেন নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড