হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২ 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে। 

আহত ব্যক্তিরা হলেন মনিরামপুরের চালুহাটি ইউনিয়নের নেংগুড়াহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৬)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
 
আহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, চালুয়াহাটি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথিমধ্যে একদল যুবক পেছন দিক থেকে এসে তাঁর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে সাইফুলের হাতেও আঘাত করা হয়। অপরদিকে, জিহাদ হোসেন সকালে তার এক শিক্ষকের মৃত্যুর খবর শুনে সেখানে যাচ্ছিল। মনিরামপুরের সরুব্ধিকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। 

আহত সাইফুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রের কাছাকাছি এলে পেছন দিক থেকে হামলা চালানো হয়। তবে হামলাকারীরা কোন পক্ষের সমর্থক ছিল, সেটা চিনতে পারিনি।’

সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে ফার্নিচারের কাজ করে সংসার চালায়। কারও সঙ্গে কোনো ঝগড়া নেই। সে একজন সাধারণ ভোটার। ছেলের ওপর হামলা করার খবর পেয়ে ভোট না দিয়েই হাসপাতালে ছুটে এসেছি।’ 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার