হোম > সারা দেশ > যশোর

মূল্যতালিকা সংরক্ষণ না করায় মনিরামপুরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

অর্থদণ্ড দেওয়া আট প্রতিষ্ঠানের মধ্যে মা কালী স্টোর (২), শেখর স্টোর, আবু হুজাইফা স্টোর ও সরদার বিপণিকে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা, সুধীর স্টোর ও আবু হুরাইরা স্টোরকে ৩ হাজার করে ৬ হাজার টাকা এবং দ্বীপ স্টোর ও মা কালী স্টোর (১) স্বত্বাধিকারী প্রতাপ কুন্ডুকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সঠিকভাবে মূল্যতালিকা সংরক্ষণ না করায় এবং প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান। 

আলী হাসান বলেন, ‘জরিমানার পাশাপাশি আমরা কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলপট্টিতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি। এক দিনের মধ্যে এখানকার ব্যবসায়ীরা মূল্যতালিকা সংরক্ষণ করবেন এমনটি আমাদের জানিয়েছেন। রমজানে জনগণের ভোগান্তি কমাতে অভিযান অব্যাহত থাকবে।’ 

এ সময় থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আবুবকরসহ পুলিশের একটি দল অভিযানে উপস্থিত ছিল।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড