হোম > সারা দেশ > যশোর

বাড়ির পাশে লিচু বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার 

যশোর প্রতিনিধি

যশোর সদরে বাড়ির পাশে লিচু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেই নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। 

আজ শনিবার সকালে নওদা গ্রামে ওই ব্যক্তির নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম—হাইফার আলী (৫০)। তিনি ওই গ্রামের মৃত হানেফ আলীর ছেলে। হাইফার যশোর শহরতলির মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের ছোট ভাই ইকবাল হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এরই জেরে সকালে বাড়ির পাশে লিচু বাগানে নিজের ধারালো দা দিয়ে নিজের গলায় কেটে আত্মহত্যাচেষ্টা করেন। আর এতে তিনি মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। 

নিহতের চাচা এজাজ আজকের পত্রিকাকে জানান, তার ভাতিজা হাইফার আলী পারিবারিক দ্বন্দ্বে নিজের গাছি দা দিয়ে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন। 

তবে স্থানীয়রা বলছে, স্ত্রীর সাথে হাইফার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি এলাকার সবাই জানেন। সেই সঙ্গে তার পরিবারেও অশান্তি চলছিল। বিষয়টি ভালোভাবে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান তারা। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু