হোম > সারা দেশ > যশোর

স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, ওয়ার্ড বয় গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

হৃদয় হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

নির্যাতনের শিকার ওই নারী স্বাস্থ্যকর্মী জানান, তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টাররোলে ওয়ার্ড বয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

গত রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন হঠাৎ তাঁর ঘরে প্রবেশ করেন। এরপর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভোররাতে ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।

এরপর পুলিশের সহায়তায় গতকাল রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতনের শিকার নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, নির্যাতনের শিকার নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী