যশোরের মনিরামপুরে ট্রলিচাপায় দাউদ আলী (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে বাঁকড়া-রাজগঞ্জ সড়কের কমলপুর মহলদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদ আলী ঝিকরগাছার বাঁকড়া বালিয়াডাঙ্গার খোসালনগর গ্রামের আব্দুর রহিম মালিকের ছেলে। তিনি পেশায় মোবাইল ফোনের মেকানিক ছিলেন।
নিহতের ফুপাতো ভাই ইসলাম আলীসহ প্রত্যক্ষদর্শীরা বলেন, শারীরিক প্রতিবন্ধী দাউদ আলী মনিরামপুরের রাজগঞ্জ বাজারে মোবাইল মেকানিকের কাজ করতেন। আজ সকালে সাইকেলে চড়ে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে কমলপুরের মহলদারপাড়ায় পৌঁছালে রাস্তার পাশে রাখা বালুর ওপর তাঁর সাইকেল উঠে যায়। তখন রাস্তায় পড়ে যান দাউদ। এ সময় পেছন থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলির সামনের চাকা দাউদের বুকের ওপর উঠে যায়।
নিহতের ভাই আরও বলেন, ‘গুরুতর আহতাবস্থায় আমার ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।