হোম > সারা দেশ > যশোর

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুইকারা গ্রামের ক্লিনিকপাড়ার জাহানারা হামিদ মাদ্রাসা কমপ্লেক্স (এতিমখানা) নামের একটি প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, আহত ওই ছাত্র মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মহাকাল গ্রামের আব্দুস সালামের ছেলে। 
 
সিয়ামের বাবা আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় জাহানারা হামিদ মাদ্রাসা কমপ্লেক্সে (এতিমখানা) যাই। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে দেখি ওর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন। আঘাতের বিষয়ে জানতে চাইলে ছেলে বলে, ‘‘দুপুরে বাথরুম থেকে বেরিয়ে কাপড় পাল্টাতে দেরি হওয়ায় হানজেলা মামুন হুজুর মারধর করেছেন’’।’ 
 
সিয়ামের বাবা আরও বলেন, ‘ওই রাতে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে মাদ্রাসায় গিয়ে মারধরের কারণ জানতে চাইলে হানজেলা হুজুর ও মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি অস্বীকার করেন। আমার ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনায় হানজেলা মামুন হুজুরসহ জড়িত সবার শাস্তি দাবি করছি। এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’

ছাত্র নির্যাতনের বিষয়ে শিক্ষক হানজেলা মামুন জানান, শিশু শ্রেণির ছাত্র তাওসিত ইসলাম সিয়ামকে (৯) মারধর করা হয়নি। অসুস্থ হয়ে শ্রেণিকক্ষে পড়ে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। 
 
জাহানারা হামিদ মাদ্রাসা কমপ্লেক্সের (এতিমখানা) অধ্যক্ষ মাওলানা শামছুদ্দীন মুঠোফোনে বলেন, ‘আমি পারিবারিক অনুষ্ঠানের কারণে মাদ্রাসার বাইরে রয়েছি। আগামীকাল শনিবার মাদ্রাসায় এসে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র মারধরের ঘটনার বিষয়ে তদন্ত করব। ঘটনা সত্য প্রমাণিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 
 
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, ছাত্র নির্যাতনের বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড