হোম > সারা দেশ > যশোর

কারাগার থেকে রাতারাতি মাদক নির্মূল সম্ভব নয়: অতিরিক্ত কারা মহাপরিদর্শক

­যশোর প্রতিনিধি

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। তবে কারা কর্তৃপক্ষ মাদক বিস্তার রোধে কঠোরভাবে কাজ করছে এবং এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় যশোর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন জেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি স্তরে সংস্কারের জন্য কাজ করছে উল্লেখ করে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘এরই ধারাবাহিকতায় কারাগারে কী কী সংস্কার আনা প্রয়োজন, সেগুলোর বিষয়ে আমরা কাজ করছি। সে জন্য প্রতিটি জেলখানায় গিয়ে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জেল পুলিশের স্লোগান “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ”—বন্দীদের সেই আলোর পথ দেখানোর জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি।’ দ্রুত এই সংস্কারকাজ শেষ হবে এবং বন্দীরা কারাগারে আরও ভালো পরিবেশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদীর কারাগার থেকে পালানো আসামিদের ব্যাপারে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘পলাতক বন্দীদের সবাইকে এখনো ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে বাংলাদেশ পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে এই মুহূর্তে তাদের আটক করতে যে পরিমাণ ফোর্স নামানো প্রয়োজন, সেটি তারা পারছেন না।’ তিনি বলেন, ‘আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো অপরাধী বেশি দিন থাকতে পারবে না এবং পলাতক আসামিরা দ্রুত আটক হবে।’

যশোর কারাগারের সংস্কারের বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক বলেন, ‘১৮৭৫ সালে নির্মিত এই কারাগারটির বড় ধরনের কোনো সংস্কার হয়নি। কারাগারটি পুনর্নির্মাণের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে যশোর কারাগারের কাঠামোগত বড় সংস্কার হবে। পাশাপাশি, কারাগার পরিদর্শনে এখানকার বর্তমান ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি