হোম > সারা দেশ > যশোর

যশোরে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

যশোর প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আজ রোববার নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২ জন। সব মিলে করোনার তৃতীয় ধাপে এই জেলায় মোট মৃতের সংখ্যা সাত। 

 
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ রোববার প্রাপ্ত ফলাফলে যশোরে ২৯৪টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১০টি নমুনার মধ্যে ৬১টি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ৮৪টির মধ্যে ২৪টিতে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯১ শতাংশ। 
 
এ বিষয়ে মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, করোনা শনাক্তদের মধ্যে যশোর সদরেই রয়েছেন ৬৮ জন। এ ছাড়া শার্শায় ৫, ঝিকরগাছায় ৫, চৌগাছায় ৪, কেশবপুরে ২ এবং মনিরামপুরে ১ জন রয়েছেন। যশোরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯৮ জন। আর মারা গেছেন ৫২৪ জন। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, রোববার সকাল পর্যন্ত যশোর সদর হাসপাতালের রেড জোনে ১৮ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এ সময় করোনার উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ভর্তি ছিলেন ২০ জন। 

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে