হোম > সারা দেশ > যশোর

যশোরে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

যশোর প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আজ রোববার নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২ জন। সব মিলে করোনার তৃতীয় ধাপে এই জেলায় মোট মৃতের সংখ্যা সাত। 

 
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ রোববার প্রাপ্ত ফলাফলে যশোরে ২৯৪টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১০টি নমুনার মধ্যে ৬১টি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ৮৪টির মধ্যে ২৪টিতে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯১ শতাংশ। 
 
এ বিষয়ে মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, করোনা শনাক্তদের মধ্যে যশোর সদরেই রয়েছেন ৬৮ জন। এ ছাড়া শার্শায় ৫, ঝিকরগাছায় ৫, চৌগাছায় ৪, কেশবপুরে ২ এবং মনিরামপুরে ১ জন রয়েছেন। যশোরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯৮ জন। আর মারা গেছেন ৫২৪ জন। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, রোববার সকাল পর্যন্ত যশোর সদর হাসপাতালের রেড জোনে ১৮ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এ সময় করোনার উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ভর্তি ছিলেন ২০ জন। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার