হোম > সারা দেশ > যশোর

কৃষক সমিতির নেতা মুক্তিযোদ্ধা খালেক মারা গেছেন

­যশোর প্রতিনিধি

মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। ছবি: সংগৃহীত

কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মারা গেছেন। আজ বুধবার বেলা ১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আব্দুল খালেক সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাজিম উদ-দৌলা সাদির বাবা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর বাবা বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর জানাজা বেতালপাড়ার চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি খলিলুর রহমান খান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত রেহেনা ও সাধারণ সম্পাদক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর