হোম > সারা দেশ > যশোর

রাস্তা করার ইট ব্যবহার করা হলো অন্য স্থানে 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে অনুমোদন পাওয়া রাস্তায় ইট ফেলার পর সেই ইট অন্য স্থানে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলা প্রকৌশলীর কাছে সাতবাড়িয়া গ্রামের এলেম সরদার নামে এক ব্যক্তি এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাসপাতাল রোডে রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত ১৮০ ফুট রাস্তায় ইটের সলিং করার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের ভিত্তিতে সেখানে ইটও ফেলা হয়। কিন্তু ঠিকাদার ওই ইট গত ৪ এপ্রিল স্থানীয় বিধান ঘোষের বাড়ির ব্যক্তিগত কাজ করার জন্য অপসারণ করে নিয়ে যায়। 

এ বিষয়ে বিধান ঘোষ নামে এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ির পাশের রাস্তাটি ইটের সলিং করার জন্য আবেদন করলে জনগণের স্বার্থে এডিপির অর্থায়নে করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত কাজে ইট ব্যবহার করা হয়নি।’

উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত রাস্তাটি করার জন্য অনুমোদন পেতে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন এখনো দেওয়া হয়নি। কিন্তু অনুমোদন পাওয়ার আগেই ভুলক্রমে ঠিকাদার ওই স্থানে ইট ফেলেছিল। পরে ইট অপসারণ করে অন্য স্থানে নেওয়া হয়েছে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে