হোম > সারা দেশ > যশোর

যশোরে অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 

ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নবীনগর এলাকায় মোল্লা পাম্পের পাশে যশোর–বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)। নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। তাঁরা সবাই ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান। তিনি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে একটি মোটরভ্যান পাঁচজন যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৯৯৯–এর আওতাভুক্ত একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ তিনজন প্রাণ হারান এবং দুইজন আহত হন। তবে অ্যাম্বুলেন্স ও ভ্যানের চালককে পাওয়া যায়নি।

রোকুনুজ্জামান আরও বলেন, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে আসছিল। মরদেহগুলো আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া চলছে।

নবীনগরের স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন প্রধানীয়া বলেন, অ্যাম্বুলেন্সটি খুব দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরভ্যান আরোহীরা নিহত হন। তখন অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান।

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত