হোম > সারা দেশ > যশোর

বাঘারপাড়ায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

প্রতিনিধি

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলার কয়েকটি এলাকা কঠোর বিধিনিষেধের আওতায় এনেছে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম জানিয়েছেন, সমগ্র পৌর এলাকা, উপজেলার বন্দবিলা ইউনিয়নসহ খাজুরা বাজার ও নারিকেলবাড়িয়া ইউনিয়নসহ নারিকেলবাড়িয়া বাজার কঠোর বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার ও মুদি দোকান খোলা থাকবে। আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এসব বাজার কঠোর বিধি-নিষেধের আওতায় থাকবে। এ সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, বাঘারপাড়ায় হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি বাজার কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। উপজেলাতে ৬২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। হাসপাতালের আইসোলেশানে চিকিৎসা নিচ্ছেন তিনজন। বাকীরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) করোনায় আক্রান্ত হওয়ায় তিন দিন ধরে করোনার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। সিভিল সার্জন অফিসে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড