হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারকালে বেনাপোলে কোটি টাকার সোনার বারসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কোটি টাকা মূল্যের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫২) নামের একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার সকালে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আটক স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমাসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সোনার বার ভারতে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮০ আর পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে আসতে দেখে টহল দল আটক করে। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল