হোম > সারা দেশ > যশোর

ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় আমজাদ হোসেন ময়না (৫৭) নামে এক ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের বাসিন্দা। রোববার সকাল নয়টায় তাঁর নিজ বাড়ির পাশের একটি পারিবারিক কবরস্থানের গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। 

আমজাদ হোসেন ময়না আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের হয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং গণসংযোগ করছিলেন।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁর দুজন পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলে জিহাদ হোসেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। সেখানে তার একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহে কয়েক দিন আগে দ্বিতীয় স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে সকালে নুর ইসলাম সরদারের পারিবারিক কবরস্থানের একটি পিটুলি গাছে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর দেখা যায় তিনি মৃত।

পরিবারের জানিয়েছেন, তিনি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত ছিলেন। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

এই ঘটনায় চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি কিছুদিন ধরেই পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের কোনো  অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। আজ আছরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক