হোম > সারা দেশ > যশোর

২০ বছরেও সংস্কার হয়নি মজিদপুর-দাসপাড়া সড়ক, ভোগান্তি

প্রতিনিধি

কেশবপুর (যশোর): কেশবপুরের মজিদপুর-দাসপাড়া সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে বর্ষা মৌসুমে হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

জানা গেছে, কেশবপুর শহর থেকে দেড় কিলোমিটার দূরে মজিদপুর দাসপাড়া অবস্থিত। ওই পাড়ায় দেড় শ পরিবার বসবাস করেন। অধিকাংশ লোকজন পেশায় ভ্যান চালক ও দিনমজুর। সেখানকার লোকজনদের জন্য একটি মাত্র সড়ক এটি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ২০০১ সালে কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক রাস্তাটি ইটের সোলিংকরণ করেন। এরপর দীর্ঘ ২০ বছরে আর সংস্কার করা হয়নি। ওই মহল্লার লোকজন সড়ক দিয়ে ভারী যানবাহনে নির্মাণ সামগ্রী বহন করার কারণে সড়কটি দেবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক সংস্কারের জন্য উঁচু করায় বর্তমানে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

দাসপাড়া ভ্যানচালক অমল দাস জানান, ইটের সোলিংয়ের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে পাড়ার ভ্যানচালকসহ এলাকার মানুষকে প্রতিদিন খানাখন্দ ও হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুরের মধু সড়কে উঠতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তাঁর অজানা নয়। সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেটির ব্যবস্থা নেবেন তিনি।

মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হ‌ুমায়ূন কবীর পলাশ বলেন, সড়কটি পুনঃসংস্কারের জন্য ওই পাড়ার লোকজন আমার কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমার পরিষদে কোন বাজেট নেই। তবে এলাকার ইউপি সদস্য উদ্যোগ নিলে আমি সড়ক সংস্কারে সহযোগিতা করব।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড