হোম > সারা দেশ > যশোর

রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ

যশোর প্রতিনিধি

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ হত্যার ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। 

গতকাল বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল এক আদেশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দিয়েছেন। 

আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়া বনানী রোডের চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উৎপল মুখার্জি, একই এলাকার চঞ্চল, বেজপাড়া মাঠপাড়া এলাকার হাসান ওরফে খাবাড়ি হাসান, আকাশ, রায়পাড়া এলাকার বিপ্লব, বেজপাড়া এলাকার লিপন ওরফে বস্তা লিপন ও সুমন। 

আজ বৃহস্পতিবার বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, যশোর চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ঘুষ-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ আদালতে রিট করেন ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ। আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। 

এ ঘটনায় ইন্দ্রজিত মুখার্জি ক্ষুব্ধ হয়ে বাকি আসামিদের দিয়ে আসাদকে হত্যাচেষ্টা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথমে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়। আদালত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জিসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলায় উল্লেখ করা হয়, ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে ওষুধ কিনতে এক ফার্মাসিতে যান আসাদ। পূর্ব শত্রুতার জেরে আসামিরা বার্মিজ চাকু দিয়ে আসাদের বুকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর দিন ৯ নভেম্বর আদালতে চারজনের নামে হত্যাচেষ্টার মামলা হয়। 

পরে ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়। ঘুষ ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করায় ইন্দ্রজিত মুখার্জি আসাদকে চাপ দিতেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় খুনের পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী বাকি আসামিরা আসাদকে খুন করেছেন। 

নিহত আসাদুজ্জামান আসাদ যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আহম্মদ আলী মিয়ার ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন। 

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু