যশোর: মাত্র দু’দিনের ব্যবধানে যশোরে আবারও করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। আজ সোমবার শনাক্ত হয়েছেন ৫৫৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭৭৬ জনে। এর আগে গত ২৬ জুন সর্বোচ্চ ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, সোমবার মোট ৮০০টি নমুনার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭১৫টি নমুনার মধ্যে ৩৮৫টি নমুনাতে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া জিন এক্সপার্ট ১৫টি নমুনার মধ্যে ৬ টি, খুলনা মেডিকেল কলেজের ৮টি নমুনাতে ১ এবং র্যাপিড অ্যান্টিজেনর ৬২টি নমুনার মধ্যে ৬২টি তে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বরাবরের মত এদিনও যশোর সদর উপজেলাতে ২৬৪ জনের দেহে করোনার ভাইরাস পাওয়া গেছে। এ ছাড়া অভয়নগরে ৫৭, ঝিকরগাছায় ৩৮, শার্শায় ৩৩, মনিরামপুরে ২২, কেশবপুরে ১৯, চৌগাছায় ১৫ ও বাঘারপাড়ায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় ১৩৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন আরও ৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালটির করোনা ডেডিকেটেড ইউনিটে ৮০টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন।