হোম > সারা দেশ > যশোর

শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, দুই শিশু আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। 

আহত শিহাব হাসান পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে এবং হাবিবুর রহমান একই গ্রামের হাসানের ছেলে। 

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) ফিরোজ হোসেন বলেন, দুজন শিশু বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলছিল। হঠাৎ তারা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখে। পরে কৌতুহলবসত তারা সেটা খুলে ফেলে। এর ভেতরে চালের কুড়া ও লাল টেপ প্যাঁচানো একটি বলের মতো কৌটা পায়। কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি ফেটে যায়। এতে হাবিবুর গুরুতর আহত হয় এবং শিহাব হাতে ও মুখে আঘাত পায়। পরে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ