হোম > সারা দেশ > যশোর

যশোরে আফিল ফার্মে আগুনে পুড়ে মরল ৪৫ হাজার মুরগি, ১২ কোটি টাকার ক্ষতি

­যশোর প্রতিনিধি

যশোরে আফিল মুরগি ফার্মে আগুনে পুড়ছে শেড। ছবি: আজকের পত্রিকা

যশোরে আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেডে থাকা প্রায় ৪৫ হাজার মুরগি পুড়ে মারা গেছে। মুরগি ও বিভিন্ন যন্ত্র পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফার্ম কর্তৃপক্ষ দাবি করেছে।

আজ শুক্রবার বেলা ২টার দিকে একটি শেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে যশোর সদর ও মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করেন। তাঁরা বিকেল ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফার্মের ব্যবস্থাপক মফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৫ হাজার মুরগি ছিল। সব মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগি প্রক্রিয়াজাত করার স্বয়ংক্রিয় যন্ত্রও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা হবে।

ফার্মে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। ছবি: আজকের পত্রিকা

 

এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিসের পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফার্মটির কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অন্য কোনো কারণ আছে কি না আমরা সেটাও খুঁজছি। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড