হোম > সারা দেশ > যশোর

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

যশোর প্রতিনিধি

যশোরে শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে (২২) পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন (২৫) ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম (৪৮)। সম্পর্কে এরা রায়হানের ভায়রাভাই ও শাশুড়ি।  

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর রায়হানকে তাঁর স্ত্রী ফোন করে শ্বশুরবাড়িতে আসতে বলে। ওই দিন রাত সাড়ে সাতটার দিকে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান জানতে পেরে তাদের গ্রেপ্তার করে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড