ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশিকে তিন বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন বাগেরহাটের শাহাজাহান ব্যাপারীর ছেলে বেলাল ব্যাপারী, ইউনুস আলী খানের ছেলে সাইদুখ খান, বেলাল ব্যাপারীর মেয়ে জান্নাতুল খাতুন, শহিদুল খানের ছেলে রমজান ও নারায়ণগঞ্জের মহিদুল ইসলামের মেয়ে মুক্তা বেগম।
ফেরত আসা নারীদের আইনি সহায়তা দিচ্ছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তাঁরা ভারতে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দীর্ঘ তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তাঁরা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চান, তাহলে তাঁদের এই সহায়তা দেওয়া হবে।’