হোম > সারা দেশ > যশোর

১৪ বছর পর ভোট দিতে আইছি, ঈদের আনন্দ লাগতেছে

আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার। 

ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)। 

কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে। 

একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'  

ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।' 

মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।' 

টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড