হোম > সারা দেশ > যশোর

১৪ বছর পর ভোট দিতে আইছি, ঈদের আনন্দ লাগতেছে

আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার। 

ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)। 

কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে। 

একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'  

ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।' 

মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।' 

টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি। 

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট