হোম > সারা দেশ > যশোর

যশোরে গৃহবধূর মাটিচাপা লাশ উদ্ধার 

যশোর প্রতিনিধি

যশোরে মাটিচাপা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে যশোর সদরের ফতেপুর সন্যাসী বটতলা এলাকায় বাগানের ভেতর মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম সোনাবানু (৪০)। তিনি তিন সন্তানের সঙ্গে ওই এলাকায় থাকতেন। তাঁর প্রথম স্বামী মারা গেছেন। ওই ঘরে এক সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর প্রায় ১০ বছর আগে তিনিও মারা যান। এই ঘরে আরও দুই সন্তান আছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে পাঁচ শ গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান। পরে মাটি সরালে তাঁর পরনের কাপড় দেখা যায়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, শিগগির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল