হোম > সারা দেশ > যশোর

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে এক খামারির প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছয় বছরে ক্ষতিগ্রস্ত এই খামারির পুকুরে তিনবার বিষ দেওয়া হয়েছে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ নিধন করে। ক্ষতিগ্রস্ত মাছের খামারি হলেন উপজেলার সদর ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. আব্দুল কাদের। পুকুরটি তাঁর বাড়ির পাশে।

ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল কাদের বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দেয়। এতে বিষক্রিয়ায় পুকুরে থাকা কার্পজাতীয় মাছ মরে ভেসে ওঠে। কিছু মাছ মরে পানির নিচে তলিয়ে যায়। আজ সকালে টের পাই। তিন বিঘা জলাশয়ে (পুকুর) এক কেজি ওজনের ৫ হাজার পাঙাশ, ১৫ হাজার ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের তেলাপিয়া (মনোসেক্স) ও ৪০ হাজার থ্রি জি জাতের রুই মাছ ছিল। এসব মাছে খাদ্য ও পরিচর্চা দিয়ে ২০ লাখ টাকা খরচ হয়েছে। মাসখানেক পর মাছ বিক্রি করতে পারতাম।

আব্দুল কাদের আরও বলেন, মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। এতে আমার প্রায় ২৫ টাকার ক্ষতি হয়েছে। ২০১৮ ও ২০২৩ সালেও শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুকুর পরিদর্শনে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে।

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি