হোম > সারা দেশ > যশোর

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে এক খামারির প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছয় বছরে ক্ষতিগ্রস্ত এই খামারির পুকুরে তিনবার বিষ দেওয়া হয়েছে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ নিধন করে। ক্ষতিগ্রস্ত মাছের খামারি হলেন উপজেলার সদর ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. আব্দুল কাদের। পুকুরটি তাঁর বাড়ির পাশে।

ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল কাদের বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দেয়। এতে বিষক্রিয়ায় পুকুরে থাকা কার্পজাতীয় মাছ মরে ভেসে ওঠে। কিছু মাছ মরে পানির নিচে তলিয়ে যায়। আজ সকালে টের পাই। তিন বিঘা জলাশয়ে (পুকুর) এক কেজি ওজনের ৫ হাজার পাঙাশ, ১৫ হাজার ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের তেলাপিয়া (মনোসেক্স) ও ৪০ হাজার থ্রি জি জাতের রুই মাছ ছিল। এসব মাছে খাদ্য ও পরিচর্চা দিয়ে ২০ লাখ টাকা খরচ হয়েছে। মাসখানেক পর মাছ বিক্রি করতে পারতাম।

আব্দুল কাদের আরও বলেন, মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। এতে আমার প্রায় ২৫ টাকার ক্ষতি হয়েছে। ২০১৮ ও ২০২৩ সালেও শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুকুর পরিদর্শনে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড