হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরের ধলিগাতী পূর্বপাড়ায় টিউবওয়েলের পাশে থাকা পানিভর্তি বালতি। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে আরশি খাতুন নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধলিগাতী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আরশি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, আরশি বাড়িতে খেলছিল। বাড়িতে টিউবওয়েলের ধারে বালতিতে আনুমানিক ৮-১০ ইঞ্চি পানি রাখা ছিল। একপর্যায়ে শিশুটি উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। স্বজনরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরশির মৃত্যু হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে দুপুর ১টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। আমরা ইসিজি করে তার পালস (হৃৎস্পন্দন) কিছুটা আছে এমনটি অনুমান করতে পেরেছিলাম। পরে স্বজনেরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘পানিতে পড়ে শিশু মৃত্যুর কোনো খবর থানায় আসেনি।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড