হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ৩০, ৩১ জানুয়ারি সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি কর্মবিরতির ঘোষণা দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি শামছুর রহমান আজকের পত্রিকাকে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্স বিধিমালা-২০২০ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অ্যাসোসিয়েশন সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দিয়েছে। বেনাপোলসহ দেশের সব কটি বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবেন। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমসের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখবেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।’ 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ‘বেনাপোল কাস্টমসের সামনে সিঅ্যান্ডএফ সদস্যরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবে।’ 

এদিকে, দুই দিনের কর্মবিরতিতে সরকারের প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় বঞ্চিত হবে ধারণা করছে সাধারণ ব্যবসায়ীরা। এ ছাড়া আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। দ্রুত সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের আহ্বান জানান তাঁরা। 

এর আগে, গত সপ্তাহে একই দাবিতে সংবাদ সম্মেলন করে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট