হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে গলাটিপে হত্যার অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ছোট ভাই ইমরান হোসেন বড় ভাই ইসমাইল হোসেনকে (৩৯) গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলা এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জাফরপুর ঘোড়া বটতলায় আইনাল হোসেনের সেজো পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ইসমাইল হোসেন যশোর এম এস টি পি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। 

প্রতিবেশীরা জানান, শুক্রবারে রাত ৯টার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি ও বিবাদের একপর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন গলাটিপে বড় ভাইকে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল শেখ বলেন, ‘ইসমাইল হোসেন মারা গেছে শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে।’

এ বিষয়টি নিয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ইসমাইল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেন এর মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে ইসমাইল হোসেন মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনিবারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ডাক্তার বলেছে গলার রগের সমস্যার কারণে মারা গেছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড