মহান স্বাধীনতা দিবস ও জাতীয় উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে যশোর জেলা ছাত্রলীগ। আজ শনিবার সকালে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
এ সময় উপস্থিতি ছিলেন জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।
এর আগে সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম, পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা, যুবলীগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।