হোম > সারা দেশ > যশোর

যশোরে এনসিপির নেতা-কর্মীদের ‘ব্লকেড’ কর্মসূচি

­যশোর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

যশোরের চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তাঁরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে চাঁচড়া চৌরাস্তা মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে প্রায় পৌনে এক ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তাঁরা। যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংযোগস্থল চাঁচড়ার মোড় হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্লকেড কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা এনসিপির নেতা-কর্মী এবং তাঁদের বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন, স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। আবারও আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আজ এই ‘ব্লকেড’ কর্মসূচি পরিস্থিতি এখানেই এনেছে। আমরা বলতে চাই, এই প্রশাসের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস আওয়ামী লীগ আবারও প্রকাশ্যে আসছে চাইছে। তাদের সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। তাদের হুঁশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্র-জনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে। এ সময় সংগঠনটির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান বক্তব্য দেন।

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া