হোম > সারা দেশ > যশোর

যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলির চাঁচড়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), পোস্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪) এবং উপশহর এলাকার মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬)। 

স্থানীয়রা জানান, প্রাইভেটকার সার্ভিসিং শেষে টেস্ট ড্রাইভের জন্য সন্ধ্যায় খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেটকারে বের হন। যশোর–মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, শিমুল হোসেন মোটরসাইকেল যোগে শহরতলির চাঁচড়া এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত