হোম > সারা দেশ > যশোর

যশোরে তীব্র শীতে কর্মহীন শ্রমজীবীরা, বস্ত্রের অভাবে জবুথবু

যশোর প্রতিনিধি

যশোরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তীব্র শীতের কারণে বেশি বিপদে কর্মজীবী দরিদ্র শ্রেণির মানুষ। তাঁদের অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন। পর্যাপ্ত কাপড় ও কম্বলের অভাবে শীতে জবুথবু হয়ে কষ্ট করছেন তাঁরা।

যশোর মতিউর রহমান বিমানঘাঁটি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

এক সপ্তাহে জেলায় প্রচণ্ড শীতে জনজীবনে একধরনের বিপর্যয় নেমে এসেছে। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড় বা কম্বলের অভাবে তাঁরা কষ্ট পাচ্ছেন।

সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। জনপ্রতিনিধিরা পাশে নেই বলে অভিযোগ তাঁদের। সরকারি বরাদ্দের কম্বল বিতরণ করেই দায় সারছেন অনেকে।

নুরনবী নামের এক জেলে আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার কম্বল দেয় শুনেছি, সেসব আমরা পাই না, যা দেয় সব স্থানীয় জনপ্রতিনিধিদের লোকেরা পায়।’ 

ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, সরকারিভাবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ‘কাল বা পরশু শীতবস্ত্র বিতরণ শুরু করব। মানুষের চাহিদা অনেক। সাধ্যমতো বিতরণ করা হবে। জেলেপল্লিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৯ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে জেলার আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল