হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত সহকারী 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে ট্রাক খাদে পড়ে চালক আব্দুর রউফ সরদার (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার তালতলা পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারী সাগর হোসেন (২০) আহত হয়েছেন। 

নিহত রউফ সরদার সাতক্ষীরার কাসেমপুর এলাকার রজব আলী সরদারের ছেলে। 

পুলিশ জানান, আজ সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউস এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় ট্রাকের সহকারী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলদ্রী সুন্দর কুণ্ডু বলেন, হাসপাতালে আনার আগেই ট্রাকচালক মারা গেছেন। আহত সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা এখন ভালো। 

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা