হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে ঘুমন্ত স্কুলছাত্রীকে সাপের কামড়, ২ ওঝার ঝাড়া শেষে মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে সাপের কামড়ে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনা চক্রবর্তী মিতু গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। সে পাশের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মোহনা মিতু তার দাদির সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে তাকে ঘুমের মধ্যে বিষধর সাপ দংশন করে। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁকে কোনো কাজ না হওয়ায় মিতুকে আরেক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিশ্বজিৎ মল্লিক বলেন, মিতুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। কাউকে সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট