হোম > সারা দেশ > যশোর

মোটরসাইকেলকে ১ কিলোমিটার ঠেলে নিল বাস, বিজিবি সদস্যের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মেহেদী হাসান (২৯)। এ ঘটনায় আহত মোটরসাইকেলের অপর এক আরোহী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত মেহেদী হাসান খুলনা শহরের সোনাডাঙ্গার হাবিবুর রহমানের ছেলে। আহত অপর এক মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২৯৭০) ও খুলনা থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে আটকে যায়। বাসের চালক মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার দূরে চাউলিয়া গেট নামক স্থানে নিয়ে এলে বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেলচালক বিজিবি সদস্য মেহেদী হাসান নিহত হন। তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন। 

পুলিশ জানায়, নিহত বিজিবি সদস্য মেহেদী দুই দিনের শেষে ছুটি শেষে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আর বাসটি ছিল যাত্রীশূন্য। বাসে যাত্রী না থাকায় সেখানে জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরি বলেন, ‘নিহত বিজিবি সদস্যের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। মোটরসাইকেলের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের চালক পলাতক রয়েছেন।’ 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার