হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

যশোরের মনিরামপুরে দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী। আজ রোববার দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)। আহত ব্যক্তি হলেন ইমন হোসেন (২০)।

নিহতদের মধ্যে হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম। তিনি বলেন, আজ রোববার দুপুর ১২টার দিকে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল যশোর ও মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। মোটরসাইকেল দুটির একটিতে ছিলেন দুজন, বাকিটিতে ছিলেন একজন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সি টি কে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজনই সড়কের ওপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল নিহত হন।

আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী বলেন, মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ডভ্যান ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুটোর সংঘর্ষের পর আরোহীদের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড