হোম > সারা দেশ > যশোর

ঢাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর বহিরাগত ছাত্রদলের সশস্ত্র বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর জেলা ছাত্রলীগ। আজ রোববার দুপুরে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা যখন প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ছাত্রদলের ক্যাডাররা অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার অপকৌশল করছেন। সাধারণ ছাত্ররা তাঁদের সেই আশায় পানি ঢেলে দিয়েছেন। তাঁদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। 

বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেখানে ছাত্রদল বা জামাত-বিএনপি দেশের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে যাবে তখন ছাত্রলীগ বসে থাকবে না। রাজপথে থেকে সঠিক জবাব দিয়ে দেবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহসভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক  মেহেদী হাসান রনি প্রমুখ।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড