হোম > সারা দেশ > যশোর

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম তাবাসসুম। সে অভয়নগর গ্রামের তাহের শেখের একমাত্র মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি মা রিবা আকতার কিস্তির টাকা দিতে পাশের বাড়িতে যায়। এ সময় ওই শিশু বাবার কাছে ছিল। বাবা অন্য কাজে ব্যস্ত থাকায় শিশুটির প্রতি নজর রাখতে পারেননি। এর মধ্যে শিশুটি খেলার সময় পাশের একটি পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুর মা বাড়িতে ফিরে এসে তাবাসসুমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পাড়ে শিশুর লাশ দেখতে পান। এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর