হোম > সারা দেশ > যশোর

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম তাবাসসুম। সে অভয়নগর গ্রামের তাহের শেখের একমাত্র মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি মা রিবা আকতার কিস্তির টাকা দিতে পাশের বাড়িতে যায়। এ সময় ওই শিশু বাবার কাছে ছিল। বাবা অন্য কাজে ব্যস্ত থাকায় শিশুটির প্রতি নজর রাখতে পারেননি। এর মধ্যে শিশুটি খেলার সময় পাশের একটি পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুর মা বাড়িতে ফিরে এসে তাবাসসুমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পাড়ে শিশুর লাশ দেখতে পান। এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল