হোম > সারা দেশ > যশোর

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোলে বিদেশ ভ্রমণকর জালিয়াত চক্রের হোতা শামীম গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বেনাপোল চেকপোস্টে ভ্রমণকরের জাল রসিদে লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের হোতা শামীমকে আটক করেছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা। আজ সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে অভিযান চালিয়ে শামীমের মালিকানাধীন বেনাপোল ট্রাভেল পয়েন্ট থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও জাল ভ্রমণকর রসিদের বই উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণকর জাল করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল চক্রটি।

গ্রেপ্তার শামীম বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

এ বিষয়ে বন্দর আর্মড ব্যাটালিয়ন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তু বলেন, ভুক্তভোগী দুই পাসপোর্টধারীর অভিযোগে বন্দর থেকে শামীমকে আটক করা হয়। ভ্রমণ ট্যাক্স ফাঁকির সঙ্গে আরও কয়েজন জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে ভারতগামী যাত্রীদের কাছ থেকে সিরিয়াল ছাড়া ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেওয়ার টোপ দিয়ে ভ্রমণ ট্যাক্সের টাকা হাতিয়ে নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা ও জাল ট্যাক্স সরবরাহের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার