হোম > সারা দেশ > যশোর

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোলে বিদেশ ভ্রমণকর জালিয়াত চক্রের হোতা শামীম গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বেনাপোল চেকপোস্টে ভ্রমণকরের জাল রসিদে লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের হোতা শামীমকে আটক করেছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা। আজ সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাঁকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে অভিযান চালিয়ে শামীমের মালিকানাধীন বেনাপোল ট্রাভেল পয়েন্ট থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও জাল ভ্রমণকর রসিদের বই উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণকর জাল করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল চক্রটি।

গ্রেপ্তার শামীম বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

এ বিষয়ে বন্দর আর্মড ব্যাটালিয়ন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তু বলেন, ভুক্তভোগী দুই পাসপোর্টধারীর অভিযোগে বন্দর থেকে শামীমকে আটক করা হয়। ভ্রমণ ট্যাক্স ফাঁকির সঙ্গে আরও কয়েজন জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে ভারতগামী যাত্রীদের কাছ থেকে সিরিয়াল ছাড়া ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেওয়ার টোপ দিয়ে ভ্রমণ ট্যাক্সের টাকা হাতিয়ে নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা ও জাল ট্যাক্স সরবরাহের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা