হোম > সারা দেশ > যশোর

মরিচ–পেঁয়াজ চুরির অভিযোগে মাথার চুল কেটে রাতভর নির্যাতন

যশোর প্রতিনিধি

কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মারধরের পর ওই নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

গতকাল রোববার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম—জহুরা বেগম (৪৫) ওরফে কুটি বেগম। তিনি ওই এলাকার ভ্যানচালক সোহরব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা বলছে, চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মনছুর আলী স্থানীয়দের তেল পড়া দিয়ে থাকেন। গতকাল রোববার রাতে কুটি বেগম নাতনির জন্য তেল পড়া আনতে প্রতিবেশী মনছুরের বাড়িতে যান। এ সময় মনছুরের ছেলে আলামিন ও প্রতিবেশী জাহিদুলের ছেলে রিয়াদ হোসেন তাঁকে চোর বলে আটক করে। আলামিনের দাবি করেন, কুটি বেগম তাদের রান্না ঘর থেকে কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। এরপর তাঁকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী কুটি বেগমের স্বামী সোহরব হোসেন জানান, আটকের পর তাঁর স্ত্রীকে কয়েকজন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাঁর মাথার চুল কেটে দেয়। রাতভর বেঁধে মারপিট করা হলেও প্রতিবেশীদের কেউ কুটি বেগমকে উদ্ধারে এগিয়ে আসেননি।

ভুক্তভোগী কুটি বেগম অভিযোগ করে বলেন, ‘কলিম গাজীর ছেলে হারুন ও তাঁর স্ত্রী লাবনী বেগম, মনছুর আলীর ছেলে আলামিন ও তাঁর স্ত্রী কেয়া খাতুন, আল আমিনের ভাবি সিমা বেগম আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন চালায়। পরে পাশের বাড়ির জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’

কুটি বেগমের ভাতিজা দুলাল মিয়া বলেন, ‘সামান্য কিছু জিনিস চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ফুফুকে যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মারপিট ও নির্যাতন করেছে; তা অমানবিক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সোমবার বিকেলে ফুপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ ঘটনার বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘চুরির অপবাদে একজন মানুষকে এভাবে মারপিট ও নির্যাতন করা আইন পরিপন্থী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী