হোম > সারা দেশ > যশোর

যশোরে গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে গুলিসহ তিন যুবককে আটক করেছেন র্যাব-৬-এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর পুলেরহাট বেরবাড়ি এলাকার মফিজ সরদারের ছেলে রফিক সরদার (৩৩), যশোর চাঁচড়া ভাদুরিয়া চন্দন পুকুর পাড়ের মিঠুনের বাড়ির ভাড়াটিয়া মজিদের ছেলে ফরিদ (৩৩) ও যশোর শংকরপুর এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে কামরুজ্জামান প্রান্ত ওরফে রাসেল (৩৩)। 

র্যাব-৬ যশোরের লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তা ছাড়া এসব সন্ত্রাসী টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে ভাড়ায় অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। 

নাজিউর রহমান বলেন, `মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা অস্ত্র নিয়ে পুলেরহাট এলাকায় অবস্থান করছে। এর পরপরই তাদের পেছনে আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। একপর্যায়ে রাত ১১টার দিকে যশোর পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গফফার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড