হোম > সারা দেশ > যশোর

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

যশোর প্রতিনিধি

যশোরে সমিতির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুমি খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

সুমি খাতুন যশোর সদরের ডহেরপাড়া গ্রামের প্রবাসী শাহীন হোসেনের স্ত্রী। 

নিহতের দাদি ছোবড়া বেগম জানান, সুমি খাতুনের স্বামী বিদেশে থাকেন। এই সময়ে তিনি স্থানীয় চারটি সমিতি থেকে অনেক টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে স্বামীকে বিষয়টি জানান সুমি। কিন্তু ঋণের টাকা পরিশোধের ব্যাপারে অপারগতা জানান তাঁর স্বামী। এ নিয়ে কয়েক দিন ধরে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর বাড়ির লোকজন সুমির মোবাইল ফোন নিয়ে নেয় এবং তাকে নানাভাবে নির্যাতন করে। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোছা করিমা বেগম বলেন, বিগত পাঁচ বছর ধরে সুমি সমিতি থেকে মোটা অঙ্কের টাকা ঋণ তোলেন, কিন্তু বিষয়টি স্বামীকে অবহিত করেননি। পরে যখন সমিতির টাকা পরিশোধ করতে পারেননি, তখন তিনি স্বামীকে ঋণের বিষয়টি জানান। সুমির স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা ঋণের টাকার হিসাব চাইলে হিসাব দিতেও ব্যর্থ হন সুমি। এ নিয়ে উভয়ের মাঝে বিবাদ চলছিল। এর জের ধরে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি। 

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ-খবর নেওয়া হয়েছে। লোনের বিষয়টি সঠিক। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না। 

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল