হোম > সারা দেশ > যশোর

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

যশোর প্রতিনিধি

যশোরে সমিতির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুমি খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

সুমি খাতুন যশোর সদরের ডহেরপাড়া গ্রামের প্রবাসী শাহীন হোসেনের স্ত্রী। 

নিহতের দাদি ছোবড়া বেগম জানান, সুমি খাতুনের স্বামী বিদেশে থাকেন। এই সময়ে তিনি স্থানীয় চারটি সমিতি থেকে অনেক টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে স্বামীকে বিষয়টি জানান সুমি। কিন্তু ঋণের টাকা পরিশোধের ব্যাপারে অপারগতা জানান তাঁর স্বামী। এ নিয়ে কয়েক দিন ধরে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর বাড়ির লোকজন সুমির মোবাইল ফোন নিয়ে নেয় এবং তাকে নানাভাবে নির্যাতন করে। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোছা করিমা বেগম বলেন, বিগত পাঁচ বছর ধরে সুমি সমিতি থেকে মোটা অঙ্কের টাকা ঋণ তোলেন, কিন্তু বিষয়টি স্বামীকে অবহিত করেননি। পরে যখন সমিতির টাকা পরিশোধ করতে পারেননি, তখন তিনি স্বামীকে ঋণের বিষয়টি জানান। সুমির স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা ঋণের টাকার হিসাব চাইলে হিসাব দিতেও ব্যর্থ হন সুমি। এ নিয়ে উভয়ের মাঝে বিবাদ চলছিল। এর জের ধরে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি। 

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ-খবর নেওয়া হয়েছে। লোনের বিষয়টি সঠিক। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড