মনিরামপুরে খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইসরাফিল হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ইসরাফিলের চাচা হযরত আলী। শুক্রবার বিকেলে উপজেলার এড়েন্দা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত কলেজছাত্র একই উপজেলার লেবুগাতি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের দাদি ইউপি সদস্য মারুফা বেগম বলেন, ঈদুল আজহার আগে নতুন মোটরসাইকেল কেনেন ইসরাফিল। চাচা হযরত আলীকে সঙ্গে নিয়ে সেই বাইক চালিয়ে বিকেলে গোয়ালদহ বাজারে দাদির ওষুধ আনতে যান তিনি। বাড়ি ফেরার পথে এড়েন্দা গ্রামের মধ্যে রাস্তার কাদায় মোটরসাইকেলের চাকা পিছলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তাঁরা। এ সময় ঘটনাস্থলে মারা যান ইসরাফিল।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করে দেওয়া হয়েছে।