হোম > সারা দেশ > যশোর

বয়লার বিস্ফোরণে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে রনি সেমি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মিলের মালিক রনি ও তাঁর ভাই জনি আহত হয়েছেন। 

গতকাল সোমবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মিলের নিহত শ্রমিক শফিকুল ইসলাম যশোর সদর উপজেলার টালিখোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি একই উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর প্রতিবন্ধী স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। এ সময় শফিকুল ইসলাম বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় মিলের মালিক রনি ও তাঁর ভাই জনি আহত হন। আহত দুই ভাই চেঙ্গুটিয়া গ্রামের মোন্তাজ হোসেনের ছেলে। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাথা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বলা যাবে কীভাবে বিস্ফোরণ হয়েছে।’ 

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া