হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে ভূমিহীনের ঘর ভাঙচুর

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে এক ভূমিহীনের ঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের বাধা দেওয়ায় তাঁরা ভূমিহীনের মামা-মামিকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় আজ সোমবার দুপুরে থানায় ৪ ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের পাঁজিয়া সড়কের নতুনহাট বাজারে ভূমিহীন গিয়াস উদ্দিন মোল্লা বাঁশের খুঁটি এবং টিন দিয়ে একটি ঘর নির্মাণ করেন। জমিজমা বিরোধের জেরে গতকাল রোববার রাতে রাজনগর বাঁকাবর্শী গ্রামের ইজাজ কবির বাবু, শোয়েব হোসেন, সোহাগ হোসেন, শাহাজান মোড়লসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ওই ঘরের বাঁশ ও টিন ভাঙচুর করে। খবর পেয়ে গিয়াস উদ্দিন মোল্লার মামা আব্দুল হাই ও মামি মমতাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ওই ব্যক্তিরা তাঁদের মারপিট করেন। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। 

গিয়াস উদ্দিন মোল্লা বলেন, ২০১৭ সালের ১৬ এপ্রিল ভূমিহীন হিসেবে দেড় শতক জমি সরকার আমার ও স্ত্রী তাসলিমা বেগমের নামে বন্দোবস্ত করে দেয়। ওই জমি জবরদখল করতেই তাঁরা ওই ঘর ভাঙচুর করে। ঘরটি ভাঙচুর করায় আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এসআই তাপস কুমার রায় বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি