হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

দুর্ঘটনার পর জেলা শিক্ষা কর্মকর্তা দপ্তরের প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) আসাদুল হক ছিলেন বলে জানা গেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘দুর্ঘটনায় জড়িত গাড়িটি আমাদের হেফাজতে আছে।’ তবে ওসি বলেছেন, গাড়িচালক পালিয়েছেন।

নিহত শাহীন ওই সড়কের সুন্দলপুর এলাকায় অবস্থিত ইসলাম ব্রিকসের মালিক নূর ইসলামের বড় ছেলে। নিহতের চাচাতো ভাই মোজাম্মেল গাজী বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে শাহীন নিজের মোটরসাইকেল চালিয়ে চিনাটোলা এলাকা থেকে মনিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে স্টার ব্রিকসের সামনে এলে কেশবপুরগামী একটি প্রাইভেট কার রং সাইডে গিয়ে তাঁকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, মোটরসাইকেলের চালক মারা গেছেন। পরে আমরা লাশ পুলিশকে বুঝিয়ে দিয়ে এসেছি।’   

যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক আসাদুল হক যশোর বিমানবন্দরে নামেন। তিনি আমার দপ্তরের প্রাইভেট কারে চড়ে খুলনায় একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িটি মনিরামপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে।’ মাহফুজুল হোসেন বলেন, ‘আমি জানতে পেরেছি, চালক লেয়াকত আলীসহ কারটি থানা–পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারে থাকা আসাদুল হক ভালো আছেন।’

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি