হোম > সারা দেশ > যশোর

মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে ভরণপোষণ না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। গতকাল সোমবার মণিরামপুরের ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি (৪৮) এ মামলা করেন। এ মামলায় তাঁর ছেলে আনিচুর রহমানকে (৩০) আসামি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

মামলার অভিযোগে জানা যায়, সেকেন্দার দফাদার ও চান্দু বিবির ছেলে আনিচুর রহমান। বাবা সেকেন্দার দফাদারের মৃত্যুর পর ছেলে তাঁকে ভরণপোষণ না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করেন। অভিযুক্ত আনিচুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা দাবি করে হুমকি দেন ও মারধর করেন। তাঁর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন আনিচুর। গত শনিবার আনিচুর চান্দু বিবিকে তাঁর নামে জমি লিখে দিতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন আনিচুর। এরপর মায়ের জমানো ৭৫ হাজার টাকা, গয়না ও মালামাল নিয়ে যান তিনি। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আনিচুর তাঁদের খুন করার হুমকি দেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেলের বিরুদ্ধে এই মামলা করেন। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড