হোম > সারা দেশ > যশোর

মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে বেনাপোল বন্দরে সতর্কতা জারি

শার্শা (যশোর) প্রতিনিধি

নতুন ভাইরাস মাঙ্কিপক্স প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে যাতে এ ভাইরাস না ছড়ায়, সে জন্য তদারকি শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। 

আজ রোববার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে দিক নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ। 

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার লক্ষীন্দার কুমার দে বলেন, ভ্রমণকারী যাত্রীদের কারও মুখ, হাত বা শরীরের কোথাও গুটি বসন্তের মত বা ফুসকুড়ি আছে কি না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে আইসোলেশনে রাখার নির্দেশ রয়েছে। 

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। এসব যাত্রীদের মধ্যে ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের যাত্রী রয়েছে। করোনার পাশাপাশি মাঙ্কিপক্স ভাইরাস রোধে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 

জানা যায়, বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলেও ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে বিরল এই রোগ মাঙ্কিপক্স। স্পেন, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শনাক্ত হয়েছে ছোঁয়াচে রোগটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে একজনের শরীরে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। ওই ব্যক্তি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন। মানবদেহে স্মলপক্সের মতোই প্রতিক্রিয়া তৈরি করে মাঙ্কিপক্স, যা পেশিতে ব্যথা, গলা ফোলা উপসর্গ দিয়ে শুরু হয়ে সাধারণ ফ্লুজনিত জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে চিকেন পক্সের মতো র‍্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অংশে এই বিরল রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এটি মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। 

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ