হোম > সারা দেশ > যশোর

ট্রাকে মাটি পরিবহনে সড়কের ক্ষতি, ব্যবসায়ীকে জরিমানা 

যশোরের মনিরামপুরে ট্রাকে করে খোলা অবস্থায় মাটি বিক্রি চলছিল। এতে সড়কের ওপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ নানা ক্ষতি হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের শাহিনুল ইসলামের ছেলে। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। তিনি বলেন, সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাকে করে কুয়াদা–ঢাকুরিয়া সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইটভাটায় বিক্রি করছিলেন। তাঁর এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা-পাকা সড়কের ক্ষতি হচ্ছিল। 

আলী হাসান আরও বলেন, এসব অভিযোগে সাজ্জাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মনিরামপুরে তাঁর মাটি বিক্রি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড