হোম > সারা দেশ > যশোর

যশোরে করোনায় আর উপসর্গে ২ জনের মৃত্যু

যশোর (খুলনা) প্রতিনিধি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ। জেলায় বর্তমানে মোট ১ হাজার ৯৫৪ জন রোগী রয়েছেন। 

যশোরের সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। 
 
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহের মহেশপুরের রাশিদা বেগম (৭৫)। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৬ এবং ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন। 

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ সোমবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১৩৩ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ৩, শার্শা ও চৌগাছায় ৫ এবং কেশবপুর ও মনিরামপুরে ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২০ জন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি